হার্ট অ্যাটাক প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তনসহ সচেতন হতে হবে

জেনারেল হাসপাতালের সেমিনারে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

| বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, বিশ্বে মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণগুলোর একটি হার্ট অ্যাটাক। অসংক্রামক ব্যাধির মধ্যে হদরোগ বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করছে। ধূমপান, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও হাঁটাচলা না করার কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ছে। বিশ্বে একতৃতীয়াংশ মানুষের মৃত্যুর জন্য দায়ী হার্ট অ্যাটাক বা হৃদরোগ। হার্ট অ্যাটাক প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তনসহ নিয়মিত ব্যায়াম করতে হবে, নিজেকে এ ব্যাপারে সচেতন হতে হবে এবং অন্যদেরকে ও সচেতন করতে হবে।

তিনি গত ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উপলক্ষে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগ আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল‘ছন্দে থাকুক আপনার হৃৎস্পন্দন’। এ উপলক্ষে সেমিনারের পূর্বে মিনি ম্যারাথন ও র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ম্যারাথনে বিজয়ী চিকিৎসকদেরকে পুরস্কার প্রদান করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মো. একরাম হোসেনের সভাপতিত্বে এবং কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. বোরহান উদ্দিন। বক্তব্য রাখেন ডা. মো. আবুল বাশার, ডা. .এস.এম লুৎফুল কবির, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. তৌহিদুল আনোয়ার, অপসোনিন ফার্মার পিএমডি কর্মকর্তা আরিফুল ইসলাম কাজী ও আরএসএম মাঈনুল হাসেম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাংস খেকো গাছ
পরবর্তী নিবন্ধজিয়াউল হক মাইজভাণ্ডারীর বার্ষিক ওরস উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা