হার্ট অ্যাটাকের পর সুস্মিতা লিখলেন, হৃদয়টাকে সুস্থ রাখ

| শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

হার্ট অ্যাটাক হয়েছে সুস্মিতা সেনের; নিজেই এই খবর দিলেন এই অভিনেত্রী; সেই সঙ্গে সবাইকে পরামর্শ দিলেন হৃদয়ের যত্ন নিতে। ৪৭ বছর বয়সী এই বলিউড তারকা ক’দিন আগে এই সমস্যা পার করলেও গতকাল বৃহস্পতিবার তা প্রকাশ করেন বলে এনডিটিভি জানিয়েছে। বাবা সুবীর সেনের সঙ্গে ইন্সটাগ্রামে একটি আদুরে ছবি পোস্ট করে সুস্মিতা রিখেছেন, নিজের হৃদয়কে খুশি রাখ এবং সাহসী করে তোল।

কারণ সে তখন তোমার পাশে থাকবে, যখন তাকে তোমার সব থেকে বেশি দরকার হবে। এই কথাই আমার বাবা আমায় বলেছিলেন। হার্ট অ্যাটাকের কারণে এনজিওপ্লাস্টি করার খবরটিও দিয়েছেন এই অভিনেত্রী; স্টেন্টও পরাতে হয়েছে হৃদযন্ত্রের নালীতে। “এনজিওপ্লাস্টি হয়েছে, স্টেন্টও বসেছে। সব থেকে বড় কথা, আমার চিকিৎসক আমায় বলেছেন, আমার হৃদয়টা সত্যিই বড়,” লিখেছেন সুস্মিতা। খবর বিডিনিউজের।

এক সময়ের মিস ইউনিভার্স সুস্মিতা পরে চলচ্চিত্রে নামেন। নানা সম্পর্কে জড়ালেও এখনও কারও সঙ্গে বিয়ের সম্পর্কে না জড়ানোর কারণেও বলিউডে আলোচিত তিনি।

পূর্ববর্তী নিবন্ধ১০ গুণী পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা
পরবর্তী নিবন্ধএকসঙ্গে প্রথমবার দুই অ্যাকশন সুপারস্টার