হার্টের রিংভর্তি কার্টন নিয়ে উধাও, গ্রেফতার ‌‌‌১

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ১০:০৮ অপরাহ্ণ

কুরিয়ার সার্ভিস থেকে মালপত্র নিয়ে কেউ বের হলেই চালকবেশে তুলে নেওয়া হয় রিকশায়। কিছুদূর এগিয়ে রিকশা নষ্ট হয়েছে জানিয়ে পথিমধ্যে যাত্রীকে নামতে বলা হয়।

আর সেখানে আগে থেকেই অবস্থান করা ছিনতাইকারী চক্রের অপর সদস্যরা যাত্রীর সঙ্গে হঠাৎ ঝগড়া বাধিয়ে তাঁকে সেদিকে ব্যস্ত রাখে। এ সময় চালক রিকশায় থাকা মালপত্র নিয়ে উধাও হয়ে যায়।

আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী মোড় থেকে এমন অভিনব কায়দায় ছিনতাই করা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রটি মেডিকেল যন্ত্রপাতি সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের ৫৮টি রিংভর্তি কার্টন নিয়ে চম্পট দিয়েছিল। যেগুলোর দাম প্রায় ৪৫ লাখ টাকা।

চকবাজার থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সুমনের দেওয়া তথ্যে কোতোয়ালি থানার আটমার্চিং মোড় এলাকা থেকে রিংগুলো উদ্ধার করা হয়। সুমন মাদারীপুরের বাজিতপুর গ্রামের মৃত আক্কাস ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, হৃদরোগে আক্রান্ত রোগীদের রক্তনালিতে ব্যবহারের জন্য রিংগুলো ঢাকার মেডিকেল যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান কার্ডিয়াক কেয়ারে নেওয়া হচ্ছিল। গত মঙ্গলবার ওই প্রতিষ্ঠানের সহকারী মার্কেটিং অফিসার গোলাম মোস্তফা রিংগুলো কাজির দেউড়ি এসএ পরিবহন কার্যালয় থেকে নিয়ে নগরের ওআর নিজাম রোডের সিএসসিআর হাসপাতালে যাওয়ার জন্য রিকশায় ওঠেন।

রিকশাটি চট্টেশ্বরী মোড়ে পৌঁছালে চালক জানান, রিকশায় সমস্যা হয়েছে; তাঁকে নেমে যেতে হবে। তিনি রিকশা থেকে নেমে রাস্তার পাশে যাওয়ার সময় এক ব্যক্তি এসে তাঁর গায়ের সঙ্গে ধাক্কা দিয়ে ঝগড়া বাধান। এর মধ্যে রিংগুলো নিয়ে চম্পট দেন ছদ্মবেশী রিকশাচালক।

চকবাজার থানার ওসি মনজুর কাদের মজুমদার বলেন, এটি একটি ছিনতাই চক্র। তারা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের সামনে রিকশা নিয়ে অপেক্ষায় থাকে। ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর ২৫টি সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিকে শনাক্ত করা হয়। প্রায় ৪৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও মালপত্র উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধমশার বংশ বিস্তারে সহায়তা করে জরিমানা গুণলেন ভবন মালিক
পরবর্তী নিবন্ধচবিতে ছাত্রলীগ নেতাকে মারধর