হারুয়ালছড়ি ইউনিয়ন তাঁতী লীগের এক আলোচনা সভা তাহের চৌধুরীর সভাপতিত্বে ও কিশোর কুমার সাহার সঞ্চালনায় গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলার তাঁতী লীগের সদস্য সচিব লায়ন রূপক কান্তি দেব অপু। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল, তাঁত শিল্পকে পুনর্জীবিত করার লক্ষ্যে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আগামীতে জেলা-উপজেলার পাশাপাশি প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ তাঁতী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক মো. জসিমউদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী শাহআলম, মো. আইয়ুব, মিলন সরকার, আব্দুল রহিম, মো. শাহজাহান, কেশব কান্তি নাথ, আবুল বশর মিস্ত্রি, মো. ওসমান, মো. আনোয়ার, মো. রহমত উল্লা, অরুণ কান্তি দে, রুবেল কান্তি দে, নয়ন সাহা, রাজন বৈষ্ণব প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।