হারুয়ালছড়ি জেতবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও বৌদ্ধ সম্মেলন

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

ফটিকছড়ির হারুয়ালছড়ি জেতবন বৌদ্ধ বিহারে পালিত হয়েছে কঠিন চীবর দান ও বৌদ্ধ সম্মেলন। গত ১৭ অক্টোবর বিহারে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সংঘ দান, অষ্ট পরিষ্কার দান ও পিণ্ডু দানসহ নানা ধর্মীয় অনুষ্ঠান শাসনানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান সদ্ধর্ম দেশক ছিলেন. সংঘপ্রিয় মহাথেরো। প্রধান ধর্মালোচক ছিলেন লোকাবংশ স্থবির। মুখ্য আলোচক ছিলেন ড. বুদ্ধপাল মহাথের। বিশেষ অতিথি ছিলেন হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, ইউপি সদস্য মো. শাহজাহান,রেজাউল করিম চৌধুরী। উদ্বোধক ছিলেনবিহার অধ্যক্ষ ভদন্ত বৌধিশ্রী থের। স্বাগত বক্তব্য রাখেন বিহার ও পরিচালনা কমিটির সভাপতি পবিত্র বড়ুয়া। এতে ভূজপুর থানা বৌদ্ধ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পরিমল বড়ুয়া এবং সাধারণ সম্পাদক সুকান্ত বড়ুয়াকে সংবর্ধনা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রান্তিক মানুষ ও দরিদ্র শিশুদের পাশে দাঁড়াতে হবে
পরবর্তী নিবন্ধচাকসুর প্রথম জিএস শহীদ আব্দুর রবের কবর জিয়ারতে নবনির্বাচিত সদস্যরা