পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শাহ আমিনিয়া দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার উদ্যোগে ফটিকছড়ির হারুয়ালছড়িতে মিলাদ মাহফিল গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। সকালে আঞ্জুমানে আশেকানে মোস্তফা (সা.) তরুণ পরিষদ হারুয়ালছড়ি ইউনিয়ন শাখার সহযোগিতায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জুলুস বের হয়।
রাতে সমাজসেবক এমদাদ হোসেনের পৃষ্ঠপোষকতায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আঞ্জুমানে আশেকানে মোস্তফা (সা.) বাংলাদেশের সভাপতি শাহসুফি কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী। মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন শফিউল আলম নিজামী, ফরিদ আহমদ চৌধুরী, সাবেক ইউপি সদস্য আবু জাফর ও মুহাম্মদ শফিউল আলম, মাওলানা কাযী খালেদুর রহমান হাশেমী, হাফেজ আজিজুল হক হোসাইনী, হাফেজ মাওলানা শিব্বির আহমদ ওসমানী, মাওলানা আব্দুল্লাহ আল নিশান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












