হারুয়ালছড়িকে উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদ

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

প্রস্তাবিত উত্তর ফটিকছড়ি উপজেলায় হারুয়ালছড়ি ইউনিয়নে গণশুনানি বিহীন অন্তর্ভুক্তির প্রতিবাদে হারুয়ালছড়ি জনস্বার্থ রক্ষা নাগরিক কমিটির ব্যানারে এক মতবিনিময় ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকাল ৩টা হতে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে শুরু হওয়া এ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের সদস্যবৃন্দ ও হারুয়ালছড়ির সর্বস্তরের জনসাধারণের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম জজকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এম, , কাশেম। হারুয়ালছড়ি ইউনিয়নকে ফটিকছড়ির ইতিহাস, ঐতিহ্য ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন, আমাদের ইউনিয়নের বুক চিরে প্রবাহিত ফটিকছড়ি খাল্তযার নাম অনুসারেই পুরো উপজেলার নাম “ফটিকছড়ি” হয়েছে। ইতিহাসঐতিহ্যে সমৃদ্ধ হারুয়ালছড়িকে ফটিকছড়ি থেকে বিচ্ছিন্ন করা মানে ইতিহাস ও পরিচয়ের শিকড় ছেঁটে ফেলা। বর্তমান ফটিকছড়ি উপজেলায় সংযুক্ত থেকে হারুয়ালছড়ির জনগণ যেখানে সহজে সেবা পাচ্ছে সেখানে নতুন উপজেলায় যুক্ত হয়ে কেনো দুর্ভোগ বাড়াবে হারুয়ালছড়িবাসী।

মাস্টার মোহাম্মদ মুসার সভাপতিত্বে ও শাহাদাত আরমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, নুরুল ইসলাম মেম্বার, আবুল বাশর মেম্বার, গীতা মাঝি ত্রিপুরা, যতীন ত্রিপুরা, সাগর চৌধুরী,মোহাম্মদ হাসান, মাওলানা মোরশেদুল আলম, অ্যাডভোকেট আবু সালেহ, তৌহিদুল আলম, ফরিদুল ইসলাম চৌধুরী, সাংবাদিক এইচ.এম.সাইফুদ্দীন, মোঃ লোকমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক প্রদীপ কুমার বড়ুয়ার পরলোক গমন
পরবর্তী নিবন্ধএলডিপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখবে