হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৯২তম খোশরোজ শরীফ উপলক্ষে গত ২০ ডিসেম্বর হারুন ভাণ্ডার দরবারে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়। মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধক ছিলেন ৪নং গুমান মদ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রুহুল আমিন। প্রধান আলোচক ছিলেন হাটহাজারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আফরিন মুক্তা।
বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন, হারুন ভাণ্ডার দরবার শরীফের মুন্তাজিম মীর মোহাম্মদ কামাল উদ্দিন।
উপস্থিত ছিলেন রাহেল উল্লাহ মামুন, মো. আকতার হোসেন, মো. বেলাল উদ্দিন, মো. হোসেন মঞ্জু, মো. আশেকে রসুল রুকন, মো. আবু তৈয়ব ও সংগঠনের সকল কর্মকর্তাবৃন্দ।
চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আয়েশা ফারহানা, মেডিসিন, চর্ম ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সৈয়দ মোহাম্মদ নুর উদ্দিন, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. জয়া রায়। সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রীন হেলথ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার। প্রেস বিজ্ঞপ্তি।