শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। গতকাল মঙ্গলবার দুদকের আবেদনে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেয়। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিডিনিউজের।
‘পরবর্তী পদক্ষেপের জন্য বিচারক আদেশের একটি অনুলিপি বিশেষ শাখার স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশের (ইমিগ্রেশন) কাছে পাঠিয়েছেন।’ দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন। আবেদনে তিনি বলেন, হারুনের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। ওই দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।