হারুনের ভাতের হোটেল নিয়ে এবার সিনেমা

| শুক্রবার , ২৩ আগস্ট, ২০২৪ at ৬:৫০ পূর্বাহ্ণ

ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বিভিন্ন সময়ে ডিবি কার্যালয়ে অভিযোগ নিয়ে আসা মানুষদের ভাত খাইয়ে হয়েছিলেন তুমুল আলোচিত এবং বিতর্কিত। ডিবি হারুন নামে পরিচিতি পাওয়া সেই পুলিশ কর্মকর্তার এসব কর্মকাণ্ড নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। খবর বিডিনিউজের।

সিনেমার নাম ‘হারুনের ভাতের হোটেল’, পরিচালনা করবেন অভিনয়শিল্পী ও পরিচালক জাদু আজাদ। প্রযোজনার দায়িত্ব নিয়েছেন মো. আসাদুজ্জামান আসাদ। কয়েকদিন আগে পরিচালক সমিতিতে গিয়ে সিনেমাটির নিবন্ধন সেরেছেন জানিয়ে আজাদ গ্লিটজকে বলেন, এখনো প্রাথমিক পর্যায়ে আছে, কোনো কিছুই চূড়ান্ত হয়নি। ২০২২ সালের জুলাই থেকে ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব পালন করছিলেন হারুন অর রশীদ। পরস্পরবিরোধী অভিযোগ জানাতে গিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং গান বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসও দুপুরের খাবার খেয়ে আসেন ওই অফিসে। তা নিয়ে আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করে হাই কোর্টের একটি বেঞ্চ। গণআন্দোলনে সরকার পতনের চার দিন আগে গত ৩১ জুলাই হারুনকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনারের (ক্রাইম অ্যান্ড অপারেশনস) দায়িত্ব দেওয়া হয়। সরকার পতনের পর থেকেই তার হদিস মিলছে না। সিনেমার গল্প নিয়ে পরিচালক আজাদ বলেন, ডিবির হারুনকে নিয়েই সিনেমার মূল কাহিনী। এছাড়া ডিবি অফিসে যেসব ঘটনা ঘটেছে সেগুলোও থাকবে সিনেমায়। গল্পটা এখনো লেখা হয়নি। তবে খুব দ্রুতই শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাভিশনে ‘ব্রোকেন ফ্যামিলি’ শুরু, আসছে ‘কমন প্রবলেম’
পরবর্তী নিবন্ধএবার নির্বাচনের ঘোষণা দিলেন কিরণ