হারিয়ে যাচ্ছে ‘সমুদ্রের রাজা’ ঘোড়ামাছ

এই মাছ ঔষধী গুণসম্পন্ন, প্রতি কেজি শুটকির দাম লাখ টাকা, তবে ধরা নিষিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ৭ মে, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

দ্রুপদী নৃত্য এবং রাজকীয় ও কাব্যিক জীবন ধারার কারণে বিশ্ববিখ্যাত সামুদ্রিক প্রাণী ঘোড়ামাছ হারিয়ে যেতে বসেছে বঙ্গোপসাগর থেকে। এক সময় সেন্টমার্টিন ও সোনাদিয়া উপকূলে মাছটি ব্যাপকভাবে ধরা পড়লেও সাম্প্রতিককালে এর তেমন দেখা মিলছে না বলে জানান সমুদ্রবিজ্ঞানীরা।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর বলেন, কাব্যময়ছন্দময় রাজকীয় জীবন ধারার কারণে সীহর্স বা ঘোড়ামাছকে ‘সমুদ্রের রাজা’ হিসাবে বিবেচনা করা হয়। সীড্রাগনদের নিকটাত্মীয় এই সামুদ্রিক প্রাণীটির পুরুষ সঙ্গীরা তাদের দেহে নারী সঙ্গীর ডিম ধারণ করে, নিষিক্ত ডিম নিজের দেহে বহন করে এবং নির্দিষ্ট সময় শেষে বাচ্চা দেয়। তিনি বলেন, এক সময় বঙ্গোপসাগরেও মাছটি ব্যাপকভাবে ধরা পড়ত। বিশেষ করে সেন্টমার্টিন দ্বীপের প্রবালের মধ্যে এবং সোনাদিয়া দ্বীপের উপকূলে ঘোড়ামাছের ভালো বিচরণ ছিল। কিন্তু গত এক দশক ধরে ধীরে ধীরে কমতে থাকে ঘোড়ামাছ।

তিনি জানান, বোরির বিজ্ঞানীরা সেন্টমার্টিনের প্রবাল নিয়ে গবেষণা করেন। প্রবাল হলো ঘোড়ামাছের প্রিয় বিচরণ ক্ষেত্র। অথচ গত কয়েক বছর ধরে সেন্টমার্টিনের প্রবালের মধ্যে ঘোড়ামাছের বিচরণ দেখা যাচ্ছে না।

কক্সবাজারস্থ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান বলেন, বেশ কয়েক বছর ধরে কঙবাজার উপকূলে ঘোড়ামাছের দেখা মিলছে না। অথচ ৭/৮ বছর আগেও কিছু লোক সাগর থেকে মাছটি ধরে শুটকি বানিয়ে ব্যাগেজ মাল হিসাবে চীনে পাচার করত বলে শুনেছি। রাজধানীর উত্তরায় তাদের অফিসও ছিল। বিষয়টি বিজ্ঞানীদের কাছে জানাজানি হওয়ার পর পাচারকারী আত্মগোপনে চলে যায়।

কক্সবাজার শহরের ফিশারিঘাট মৎস্য ব্যবসায়ী সমিতির পরিচালক জুলফিকার আলী বলেন, ঘোড়ামাছ কেউ খায় না। এজন্য জেলেরা এ মাছ ধরে না। তবে মাঝেমধ্যে কঙবাজার উপকূল থেকে ১০/১২ কিলোমিটার নিচে বঙ্গোপসাগরের ১২ বিও (১২ মিটার গভীরতা সম্পন্ন এলাকা) নামক এলাকায় খুঁটা জালে দুয়েকটি ঘোড়ামাছ অন্যান্য মাছের সাথে ধরা পড়তে। কিন্তু ৩/৪ মাস ধরে মাছটি একেবারেই দেখা যাচ্ছে।

সূত্র জানায়, এক সময় ঘোড়ামাছের শুটকি চোরাই পথে চীনসহ বিশ্বের বিভিন্ন স্থানে রপ্তানি করা হতো। ঔষধী গুণসম্পন্ন এই মাছের প্রতি কেজি শুটকির দাম প্রায় এক লাখ টাকা। বাংলাদেশের সংরক্ষিত বন্য আইনে ঘোড়ামাছ ধরা, পরিবহন ও বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর বলেন, সীহর্সের গণ বা জেনাস হিপ্পোক্যাম্পাস। গ্রিক শব্দ হিপ্পোস মানে ঘোড়া আর ক্যাম্পোস মানে সমুদ্রের রাজা। এই আশ্চর্য সুন্দর প্রাণীটির এই পর্যন্ত ৪৭টি প্রজাতি শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১৪টি প্রজাতি গত শতাব্দীতেই বিলুপ্ত হয়ে গেছে। তিনি বলেন, সীহর্স দম্পতিরা মূলত সিরিয়াল মনোগামিস্ট, যারা দীর্ঘ সময়ের জন্য বা সারাজীবনের জন্য মাত্র একজন সঙ্গীর সাথেই থাকে। প্রতিদিন সকালে ঘোড়ামাছ দম্পতি একে অপরকে অভ্যর্থনা জানাতে আচারানুষ্ঠানিক নৃত্যে লিপ্ত হয়। জটিল, ছন্দময় ও ক্রম মোচড়ের মধ্য দিয়ে তাদের নৃত্য চলে কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত। সীহর্সের শরীরে শক্তিশালী বর্মসদৃশ প্লেটের একটি আবরণ থাকে। তাদের হাড় শক্ত। এ কারণে অন্যান্য মাছের পক্ষে তাদের হাড় হজম করা কঠিন।

বিজ্ঞানীরা জানান, ঘোড়ামাছ সাধারণত লম্বায় ১.৫ সেন্টিমিটার থেকে ৩৫ সেন্টিমিটার পর্যন্ত হয়। এদের দেহের সামনের ভাগ ঘোড়ার মতো ও পেছনের দিকে বাঁকানো লেজ আছে। প্রাকৃতিক পরিবেশে এদের গড় আয়ু ১৫ বছর। প্রাপ্ত বয়স্ক সীহর্স প্রথমে সঙ্গী বাছাই করে। সাগরের প্রবাল উদ্যানে একটি পুরুষ ও একটি স্ত্রী ঘোড়ামাছ পরস্পরকে প্রাথমিকভাবে পছন্দ হলে উভয়ে ৭ থেকে ৮ ঘণ্টা হতে কয়েকদিন পর্যন্ত বিবাহপূর্ব ঘনিষ্ট প্রেমে আবদ্ধ হয়। বিজ্ঞানীরা সীহর্সের এই সময়কালকে নাম দিয়েছেন ‘সীহর্সের কোর্টশিপ’। দীর্ঘ এই প্রেমপর্বে পরস্পর সম্মত হলে এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর একে অপরকে আর ছেড়ে যায় না।

সীহর্সের বিবাহপূর্ব এই প্রেম চলাকালীন উভয়ে দেহের রং পরিবর্তন করে। পরস্পরের লেজ আকড়ে ধরে সাঁতার কাটে, পরস্পরের দেহের ঘনিষ্ট সংস্পর্শে থাকে। একটি শৈবাল শাখা পেঁচিয়ে দুজনে অবসর কাটায়। কখনো দুজন আনন্দে নৃত্য করে, যাকে বিজ্ঞানীরা প্রিডন ড্যান্স বলেন।

পুরুষ ঘোড়ামাছের পেটে একটি থলি রয়েছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্তের পর পুরষটি তার পেটের থলিতে পানি দ্বারা পাম্প করে, যাতে থলিটি খালি ও উন্মুক্ত হয়। স্ত্রী ঘোড়ামাছ তখন পুরুষ সঙ্গীটির পেটের দিকে অবস্থিত বিশেষ থলেতে ডিম পাড়ে। ডিম পাড়া শেষে দুজনেই প্রথমে শৈবাল বনে আশ্রয় নেয়। কিছুক্ষণ পর স্ত্রী অন্যত্র চলে যায় আর পুরুষটি নিজ দেহে রক্ষিত ডিমের যত্ন নিতে শৈবাল শাখায় গর্ভকালীন সময় কাটায়। এ সময় স্ত্রী মাছটি প্রতিদিন সকালে একবার করে পুরুষ মাছটিকে দেখতে আসে এবং সেবাযত্ন করে যায়। এভাবে ২ থেকে ৪ মাস পর পুরুষ ঘোড়ামাছটি ৫ থেকে ১৫০০টি পর্যন্ত বাচ্চা প্রসব করে। সাধারণত রাতের বেলায় তারা বাচ্চা প্রসব করে। কারণ পরদিন সকালে যখন স্ত্রী মাছটি তাকে দেখতে আসবে, তখন যেন পুরুষ মাছটি নতুন করে ডিম গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে পারে। ঘোড়ামাছের বাচ্চারা জন্মের পরপরই স্বাধীনভাবে জীবন যাপন করে।

সীহর্স কডার্টা পর্বের অস্থিময় মাছ। তবে এদের দেহে কোনো আঁইশ নেই। এদের দেহজুড়ে পাতলা চামড়ার উপর রিঙের মতো আবরণ থাকে। প্রজাতি ভেদে এই রিঙের সংখ্যা আলাদা।

তাদের মাথায় মুকুটের মতো যে অংশ থাকে তাও প্রজাতিভেদে আলাদা হয়ে থাকে। তবে এদের একটি মাত্র পৃষ্ঠীয় পাখনা থাকে। এই পৃষ্ঠীয় পাখনায় প্রতি সেকেন্ডে প্রায় ৩৫ বার দুলিয়ে এরা ধীরে চলাচল করে।

বাঁকানো লেজের সাহায্যে এরা প্রবাল প্রাচীরের সামুদ্রিক আগাছা ও শৈবালের সাথে আঁকড়ে থাকে। প্রবাল প্রাচীরের রঙিন পরিবেশের সাথে মানিয়ে গায়ের রঙও পরিবর্তন করে; কখনো কালচেবাদামি, কখনো ধূসর বা উজ্জ্বল হলদে। ওরা চোখগুলোকে আলাদাভাবে নাড়াতে পারে। এই মাছটি অ্যাকুরিয়ামে চাষের মাধ্যমে দেশের সুনীল অর্থনীতিতে নতুন দুয়ার খুলতে পারে বলে মনে করেন সমুদ্র বিজ্ঞানীরা।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে বুনো শূকরের আক্রমণে গুরুতর আহত ১
পরবর্তী নিবন্ধউন্নয়ন বাধাগ্রস্ত করতে চক্রান্তের রূপরেখা তৈরি করছে বিএনপি : কাদের