বয়সের ভারে ন্যুজ, আংশিক স্মৃতিভ্রম শতবছর বয়সী এক বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দিল বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান।
ওসি কামরুজ্জামান আজাদীকে বলেন, গত ২৩ জুন বিকেল সাড়ে তিনটার দিকে আকরাম আলী ফকির নামের এক বৃদ্ধকে অক্সিজেন মোড়ে পাওয়া যায়। বায়েজিদ থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সেবা শুশ্রুষা দেয়। বয়সের ভারে তাঁর স্মৃতিশক্তি অনেকটাই লোপ পেয়েছে। শুধু তার ছেলের নাম আব্দুল কুদ্দুছ ও গ্রামের বাড়ি বরিশাল বলে জানাতে পারেন তিনি। তাৎক্ষণিক বিষয়টি বেতার যন্ত্রের মাধ্যমে নগরীর সকল থানায় অবহিত করা হয়। পাশাপাশি পার্শ্ববর্তী থানা সমূহেও যোগাযোগ করা হয়। গতকাল ২৪ জুন জানা যায়, হাটহাজারী থানাধীন নতুন পাড়া এলাকায় আব্দুল কুদ্দুছ তার পিতা হারানোর মাইকিং করলে লোকমুখে জানতে পেরে তিনি বায়েজিদ থানায় ছুটে আসেন এবং পিতাকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।
আব্দুল কুদ্দুছ আজাদীকে জানান, তার পিতা বয়স হওয়ার কারণে স্মরণশক্তি কমে গেছে। গত ২৩ জুন সকাল দশটার দিকে বাসা থেকে বের হয়ে যান। কিন্তু অঙিজেন মোড়ে কি ভাবে চলে এসেছেন বুঝতে পারছেন না।