হারানো সেই দিনগুলি

কানিজ ফাতিমা | বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

পুরোনো কথার ঢেউ খেলে যায়

একলা যখন থাকি,

স্মৃতির ঝাঁপিতে মায়াবী রঙিন

স্বপ্নের ছবি আঁকি।

এই তো সেদিন, খুব বেশি নয়

টা দিন হয়েছে গত,

আমিও ছিলাম পাখিদের সাথি

ডাহুক ছানার মতো।

স্বাধীনতা ছিলো আনন্দ ছিলো

আরো ছিলো কতো সাথি,

মাঠের কিনারে, পথের দুধারে

আমাদের মাতামাতি।

বাড়ির উঠোনে ফুলের বাগানে

কত রকমের খেলা

খেলে খেলে যেতো সকাল দুপুর

রঙিন বিকেল বেলা।

অষ্টপ্রহর দাপিয়ে যেতাম

গাছের ডালে ডালে

ময়ূরের মতো নেচে বেড়াতাম

বিকেলটা চমকালে।

কোথায় হারালো সেই দিন আজ

সন্ধ্যা এসেছে নেমে

আমাদের সব দুরন্তপনা

হঠাৎ গিয়েছে থেমে।

কেন বড় হয়ে সব হারালাম

মন কাঁদে নিরবধি

আহা সাধ জাগে হারানো শৈশব

ফেরত পেতাম যদি!

পূর্ববর্তী নিবন্ধসই
পরবর্তী নিবন্ধআমরা আজ