‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ড ভেঙে আবারও শীর্ষস্থান ফিরে পেল ‘অ্যাভাটার’। টানা দশ বছর রেকর্ড ধরে রাখার পর দুই বছরের জন্য রেকর্ড ছিনিয়ে নিয়েছিল মার্ভেল স্টুডিওসের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। খবর বাংলানিউজের।
২০০৯ সালে মুক্তির পর এক দশক ধরে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে শীর্ষস্থান দখল করে রেখেছিল জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’। তবে সুপারহিরো সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ২০১৯ সালে একাধিক দফায় মুক্তি দিয়ে ‘অ্যাভাটার’-এর সিংহাসন দখল করে। চলতি সপ্তাহেই ‘অ্যাভাটার’ আবারও মুক্তি পায় চীনে। গত শুক্রবার থেকে বড়পর্দায় প্রদর্শিত হচ্ছে এই মহাকাব্যিক বিজ্ঞান-কল্পকাহিনি। ২০০৯ সালে মুক্তির পর সিনেমাটি আয় করেছিল ২,৭৯৭.৬ মিলিয়ন ডলার বা ২ লাখ ৩৭ হাজার কোটি টাকারও বেশি। যা ছিল সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ড। ২০১৯ সালে সুপারহিরো সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’দুই দফায় মুক্তি দিয়ে ‘অ্যাভাটার’-এর রেকর্ড ভাঙে। সিনেমাটি অ্যাভাটারের চেয়ে ৭ মিলিয়ন ডলার বা ৫৯ কোটি টাকা বেশি আয় করে তবেই আয়ের হিসাব বন্ধ করে। সেসঙ্গে সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তকমাও লাভ করে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র সিংহাসন যে চিরস্থায়ী হবে না অনুমেয় ছিল। আসন্ন ‘অ্যাভাটার ২’ হয়ত এই রেকর্ড ভাঙবে বলে ধারণা করা হচ্ছিল। তবে সিকুয়েলের অপেক্ষা আর করতে হচ্ছে না। ‘অ্যাভাটার’ নিজেই ভাঙলো সেই রেকর্ড। চলচ্চিত্রের জন্য বিশ্বের অন্যতম বৃহৎ বাজার চীনে সিনেমাটি আবারও মুক্তি দেওয়ার দু’দিনেই ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র মোট আয়কে টপকে গেল ‘অ্যাভাটার’। সর্বোচ্চ স্থানটি ফিরে পাওয়ায় বিশ্বজুড়ে ‘অ্যাভাটার’র ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকেই নানান রকম ছবি ও শুভেচ্ছা বার্তা শেয়ার করছেন আন্তর্জালে।