চট্টগ্রাম–৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, দেশের গরিব–দুঃখী ও খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ হচ্ছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যখনই ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ পেয়েছে, তখনই জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং জনগণের কল্যাণে কাজ করেছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরের ৩৫ নম্বর বক্সিরহাট এলাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, গণতন্ত্রের স্বার্থে সংসদে আইন পাস করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড বিএনপি নেতা আমিরুল ইসলাম সাজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ার হোসেন লিপু, মহানগর বিএনপির সদস্য হাজী বেলাল হোসেন, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজী নুরুল আখতার, মহানগর বিএনপির সহ–সম্পাদক এ এম পেয়ারু, সদস্য হাজী জসিম উদ্দিন মিন্টু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মফিজউল্লাহ, কোতোয়ালি থানা বিএনপির সহ–সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা ফেরদৌস ওয়াহিদ, মো. হাশেম, আব্দুল খালেক, মো. আবচার, মো. জাকির, আব্দুল রহিম সওদাগর, আলিম সওদাগর, আবুল খায়ের সওদাগর, কামাল সওদাগরসহ স্থানীয় ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












