হামেদিয়া গারাংগিয়া সিলসিলার চট্টগ্রাম মহানগরের কেন্দ্রীয় খানকাহ তথা ঘাটফরাদবেগস্থ হামেদিয়া শাহ মজিদিয়া খানকাহ শরীফ মসজিদ প্রাঙ্গণে আজ বাদ আসর বার্ষিক ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন খলিফাপট্টি বায়তুননুর জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম হেলালী।
প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যারয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মাওলানা এনামুল হক মুজাদ্দেদী। প্রধান আলোচক থাকবেন মাওলানা শিব্বির আহমদ ওসমানী। বিশেষ আলোচক থাকবেন মাওলানা হাবিব উল্লাহ মিজবাহ।