হামিদিয়া বাগদাদিয়া এতিমখানার শিশুরা পেল ঈদ পোশাক

| শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা হামিদিয়া বাগদাদিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার শিশুদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। এতিমখানার সহসভাপতি হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে গত ২৭ মার্চ বেলা ১২টায় এতিমখানা মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম, বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলার সমাজসেবা অফিসার মোহাম্মদ সবুর আলী ও চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন অফিসার শাহনূর মোস্তফা শাহরিয়ার।

এতিমখানার কোষাধ্যক্ষ হাফেজ মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এতিমখানার সহসভাপতি হাফেজ লিয়াকত আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু শামা, কর্ণফুলী সমাজসেবা কার্যালয়ের নুরুল ইসলাম, এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ, সদস্য হাফেজ আহমদ হোসেন ও সহকারী শিক্ষক মাহমুদুল করিম।

চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম প্রধান অতিথির বক্তব্যে এতিমদের লালনপালন সর্বোত্তম কাজ বলে উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে হাফেজ আমান উল্লাহ জানান, সরকারি নিয়মকানুন মেনে এতিম শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার উদ্যোগও নেয়া হয়েছে।

অনুষ্ঠানে সমাজসেবার উপপরিচালক মো. ফরিদুল আলম ২০২৪২০২৫ অর্থ বছরের ক্য্যপিটেশনগ্রান্ট বাবদ ১ম কিস্তির ৬ মাসের ৬২ জন নিবাসীর জন্য ৭ লাখ ৪৪ হাজার টাকার চেক এতিমখানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির অনন্য উদাহরণ
পরবর্তী নিবন্ধনগরীতে আ. লীগ ও সহযোগী সংগঠনের আরও ৩৫ নেতাকর্মী গ্রেপ্তার