হামিদচর মহল্লা কমিটি ৪নং চান্দগাঁও ওয়ার্ড আংশিক ও ৫নং মোহরা ওয়ার্ড আংশিক এলাকার উদ্যোগে সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যেবিরোধী এক সমাবেশ হামিদচর মহল্লা কমিটির সভাপতি ইউছুপ সওদাগরের সভাপতিত্বে গত ৩ মার্চ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মো. জাহাঙ্গীর সওদাগর, আহমেদুর রহমান, রমজান আলী তালুকদার, সাইফুদ্দীন আহমেদ মানিক, মো. আবুল কালাম, মো. সেলিম, মো. চান্দমিয়া, মো. সেলিম, মো. শফি, মো. হোসেন, মো. শাহরিয়ার হোসেন অভি।
সমাবেশে বক্তারা বলেন, সকলেই একযোগে সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়বে। প্রেস বিজ্ঞপ্তি।