হামিদচরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ের হামিদচর এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডিত দুজন হলেন, বাগেরহাটের মোড়ালগঞ্জের ফারুক সরদার ও ভোলার লালমোহনের শামসুল হক। গতকাল চট্টগ্রামের পঞ্চম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী এ আদেশ দেন। এ সময় ফারুক সরদার কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অন্যজন শামসুল হক পলাতক। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

ট্রাইব্যুনালের পিপি হায়দার মোহাম্মদ সোলায়মান দৈনিক আজাদীকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পুরো বিচার প্রক্রিয়ায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

ট্রাইব্যুনালসূত্র জানায়, ২০২১ সালের ২৮ আগস্ট ১৬ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরী ধর্ষণের ঘটনাটি ঘটে। পোশাককর্মী মা কর্মস্থলে যাওয়ার পর প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। এরপর ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়েন। এ ঘটনায় ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে চান্দগাঁও থানায় ফারুক সরদার ও শামসুল হককে আসামি করে একটি মামলা দায়ের করেন। ট্রাইব্িযুনালসূত্র আরো জানায়, তদন্ত শেষে ২০২২ সালের ২২ মার্চ পুলিশ দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরই ধারাবাহিকতায় আদালত তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মা ও ভাইয়ের ঘাতক ইয়াছিন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআইনজীবীসহ ৩ জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ