হামিদচরে উদ্ধার কর্ণফুলী নদীতে নিখোঁজ সেই পল্লী বিদ্যুৎ কর্মীর লাশ

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ২৩ জুন, ২০২৪ at ৫:৪৭ অপরাহ্ণ

কর্ণফুলী নদী নিখোঁজ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ-১ এর পরিচালক আশরাফ উদ্দিন কাজলের লাশ পাওয়া গেছে।

আজ (২৩ জুন) বিকাল সাড়ে ৫ টায় সময় চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক সংলগ্ন হামিদচর এলাকা থেকে নিহত কাজলের লাশ পাওয়ার তথ্য জানিয়েছে স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন কালুরঘাট ফায়ার স্টেশন সিনিয়র অফিসার বাহার উদ্দিন। তিনি বলেন, কালুরঘাট বিসিক সংলগ্ন হামিদচর এলাকা থেকে নিহত কাজলের লাশ পাওয়ার তথ্য পেয়ে আমরা ঘটনা স্থানে যাছি।

এর আগে গতকাল শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টায় কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে একটি যাত্রীবাহী নৌকা ফেরিকে ধাক্কা দিলে নৌকা থেকে কাজলসহ দু’জন নদীতে পড়ে যায়। এর মধ্যে নূর কাদের কূলে উঠতে পারলেও কাজল নদীতে তলিয়ে যান।

পূর্ববর্তী নিবন্ধউদ্ধার অভিযানে নৌ বাহিনীর টিম, কালুরঘাটে ফেরি পারাপার বন্ধ
পরবর্তী নিবন্ধলন্ডন থেকে কিউআরকোড বসিয়ে কর্ণফুলীর চেয়ারম্যানের ওয়ারিশ সনদ জাল