সিরিয়ার বিদ্রোহীরা বৃহস্পতিবার জানিয়েছে, তারা দেশটির গুরুত্বপূর্ণ শহর হামায় প্রবেশ করা শুরু করেছে। শহরটিতে সরকারি বাহিনীগুলো রাশিয়ার তীব্র বিমান হামলার সমর্থন নিয়ে বিদ্রোহীদের প্রবেশ ঠেকানোর চেষ্টা করছে। বিদ্রোহীদের কমান্ডার হাসান আব্দুল গনি সামাজিক মাধ্যমে পোস্ট করে বিদ্রোহীরা হামায় অনুপ্রবেশ করা শুরু করেছে বলে জানিয়েছেন। এর আগে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, সরকারপন্থি বাহিনীগুলোর একটি হামলা রুখে দিয়েছে। খবর বিডিনিউজের।
উভয় পক্ষ জানিয়েছে, বিদ্রোহীরা হামা শহরে প্রবেশ করার চেষ্টায় মঙ্গলবার থেকে লড়াই শুরু করে আর রাতভর তাদের সঙ্গে সিরীয় সেনাবাহিনী ও তাদের মিত্র ইরানের সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর লড়াই হয়েছে। সরকারপন্থিদের পক্ষ হয়ে রাশিয়ার জঙ্গি বিমানগুলো বিদ্রোহীদের ওপর বোমাবর্ষণ করেছে। গত সপ্তাহে বিদ্রোহীরা উত্তরাঞ্চলের প্রধান শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয় এবং তাদের উত্তরপশ্চিমাঞ্চলীয় ছিটমহলগুলোতে থেকে সিরিয়ার দক্ষিণাঞ্চলগুলোর ওপর চাপ সৃষ্টি করে।