হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা

| সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১১:৫৩ পূর্বাহ্ণ

ইসরায়েলি সামরিক বাহিনী রোববার গাজায় হামলা চালিয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যম ও ফিলিস্তিনি ভূখণ্ডটির বাসিন্দারা জানিয়েছেন। এই হামলা গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে বড় প্রশ্নের মুখে ঠেলে দিল, বলছে বার্তা সংস্থা রয়টার্স। গত সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েকদিন ধরেই হামাস ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করে আসছিল। খবর বিডিনিউজের।

গাজার ফিলিস্তিনিরা জানিয়েছেন, তারা দক্ষিণ গাজার রাফায় গুলি ও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। পাশাপাশি খান ইউনিসের কাছে আবাসান শহরে ইসরায়েলি ট্যাংকের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। রোববার স্থানীয় সময় বিকালের দিকে রাফাতে কয়েক দফা বিমান হামলার শব্দ শোনার কথা জানিয়েছেন খান ইউনিসের কয়েক বাসিন্দাও। এ বিষয়ে জানতে চাওয়া হলে ইসরায়েলি সরকারের এক মুখপাত্র সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। তাৎক্ষণিকভাবে এ প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। রোববার গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।

টাইমস অব ইসরায়েল বলেছে, জঙ্গিরা ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালানোর পর ইসরায়েলি সামরিক বাহিনী রাফাতে বিমান হামলা চালায়। তবে ইসরায়েলের সেনাদের ওপর হামলার খবরের সূত্র জানায়নি তারা। রোববার ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, হামাস গাজার ভেতরে তাদের ওপর গ্রেনেড ও স্নাইপার দিয়ে একাধিক হামলা চালিয়েছে। ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা এলাকায় এ হামলা হয়েছে, এটি যুদ্ধবিরতির বড় লঙ্ঘন, বলেছেন তিনি। হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ইজ্জাত আল রিশেক রোববার বলেছেন, তারা যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। উল্টো তিনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনেন। রিশেক কিংবা ইসরায়েলি সামরিক বাহিনীর ওই কর্মকর্তা কেউই রোববার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা নিয়ে কিছু বলেননি। এর আগে শনিবার গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় বলেছে, চুক্তির পর থেকে ইসরায়েল যুদ্ধবিরতির ৪৭টি লঙ্ঘন ঘটিয়েছে, যাতে ৩৮ জন নিহত ও ১৪৩ জন আহত হয়েছে। এসব লঙ্ঘনের মধ্যে রয়েছে বেসামরিকদের লক্ষ্য করে সরাসরি গুলি চালানো, ইচ্ছাকৃত গোলাবর্ষণ ও সুনির্দিষ্ট অভিযান এবং একাধিক বেসামরিককে গ্রেপ্তার, বিবৃতিতে বলেছিল গাজার গণমাধ্যম কার্যালয়।

পূর্ববর্তী নিবন্ধজাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন
পরবর্তী নিবন্ধআলোচিত পর্ন তারকা যুগল বান্দরবান থেকে গ্রেপ্তার