হামাস প্রধান সিনওয়ারকে হত্যার দাবি ইসরায়েলের

| শুক্রবার , ১৮ অক্টোবর, ২০২৪ at ১০:২৩ পূর্বাহ্ণ

গাজায় হামলা চালিয়ে হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত বুধবার পরিচালিত এক অভিযানে সিনওয়ার নিহত হয়েছেন এবং তার মরদেহ শনাক্ত করার প্রক্রিয়া শেষে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের পর থেকে এবং সামপ্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং শিন বেটের (ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা) যৌথ অভিযানগুলোর মাধ্যমে সিনওয়ারের চলাচল সীমিত করা হয়। এই তৎপরতার মধ্যেই তাকে হত্যা করা হয়েছে। তবে, হামাসের পক্ষ থেকে এখনো সিনাওয়ারের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির আর্থিক সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধউইম্যান চেম্বারের পরিচালনা পর্ষদের নির্বাচনী তফসিল ঘোষণা ২২ অক্টোবর