হামাসের হামলার আগেই ইসরায়েলকে সতর্ক করেছিল মিশর

| শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার কয়েক দিন আগেই ইসরায়েলকে সতর্ক করেছিল মিশর। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাকল সাংবাদিকদের সতর্কবার্তা সম্পর্কে বলেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাকল বলেন, আমরা জানি, ঘটনার তিন দিন আগেই মিশর ইসরায়েলকে জানিয়েছিল এমন একটা কিছু ঘটতে চলেছে। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বুধবার আইনপ্রণেতাদের জন্য এক রুদ্ধদ্বার গোয়েন্দা ব্রিফিংয়ের পর ম্যাকল একথা বলেন। খবর বিডিনিউজের।

টেক্সাস থেকে নির্বাচিত রিপাবলিকান আরও বলেন, আমি বিষয়টির গভীরে যেতে চাই না, কিন্তু (ইসরায়েলকে) একটা সতর্কবার্তা দেওয়া হয়েছিল। আমি মনে করি, কোন মাত্রায় সতর্ক করা হয়েছিল সেটিই প্রশ্ন। গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

তারা ইসরায়েলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে বহু ইসরায়েলিকে হত্যা করা সহ অনেককে ধরে নিয়ে গিয়ে জিম্মিও করে। হামাসের অতর্কিতে ওই হামলার পর এ পর্যন্ত ১,২০০’র বেশি ইসরায়েলির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরো ২,৭০০ জনের বেশি। আর হামাসের হামলার পাল্টা জবাবে গাজায় ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ১,৩০০র বেশি মানুষ নিহত হয়েছে এবং ৫,১৮৪ জন আহত হয়েছে।

ইসরায়েলের ৭৫ বছরের ইতিহাসে হামাসের সবচেয়ে প্রাণঘাতী হামলা ঠেকাতে না পারার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো প্রশ্নের মুখে পড়েছে। হামলাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা হিসাবেই দেখা হচ্ছে। অথচ এমনকিছু যে ঘটতে পারে সে ব্যাপারে কায়রো ইসরায়েলকে আগেই সতর্ক করেছিল বলে জানিয়েছেন মিশরের এক গোয়েন্দা কর্মকর্তাও। তিনি এ সপ্তাহে এপি বার্তা সংস্থাকে বলেন, গাজা থেকে বড়ধরনের কিছু একটা পরিকল্পনা করা হচ্ছে এমন সতর্কবার্তা কায়রো বারবারই ইসরায়েলকে দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, আমরা তাদের সতর্ক করে বলেছিলাম, সামনে বিস্ফোরক একটি পরিস্থিতি আসতে যাচ্ছে এবং এটি হবে খুবই বড় একটি ঘটনা। কিন্তু তারা আমাদের সতর্কতাকে পাত্তা দেয়নি। তিনি বলেন, ইসরায়েলি কর্মকর্তারা গাজা থেকে আসা হুমকিকে খুব একটা বড় করে দেখেননি। বরং তারা পশ্চিম তীরের দিকে বেশি মনোনিবেশ করেছিলেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের হামলা সম্পর্কে আগাম কোনও সতর্কবার্তা পাওয়ার দাবিকে উড়িয়ে দিয়েছেন। তিনি এ ধরনের খবর পুরোপুরি মিথ্যা আখ্যা দিয়েছেন। দ্য ফিন্যান্সিয়াল টাইমস নামপ্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সুনির্দিষ্ট কোনও হামলার বিষয়ে অকাট্য কোনো গোয়েন্দা তথ্য ছিল না। গাজা সীমান্তে ইসরায়েলের মতো মিশরেরও নিয়ন্ত্রণ রয়েছে। দেশটি ইসরায়েল এবং হামাসের মধ্যে প্রায়ই মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে থাকে।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্র-গোলাবারুদ নিজেরাই বানাচ্ছে হামাস
পরবর্তী নিবন্ধকবি সুবোধ সরকারের সান্নিধ্যে কিছুক্ষণ