ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ১৫৫ থেকে ১৯৯ নাগরিককে জিম্মি করেছে বলে ইসরায়েলি বাহিনী ধারণা প্রকাশ করেছে। গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। সেইসঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাস যোদ্ধারা। এসময় তারা বহু ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। হামাসের হামলায় নিহত হয় ১৪০০’র বেশি ইসরায়েলি। হামাসের হামলা শুরুর দিনই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে টানা চলে আসছে হামলা। ইসরায়েলের বিমান হামলায় গাজায় ২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাজায় মানবিক বিপর্যয় এড়াতে একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘাত নিয়ে বৈঠক হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভকে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ব্যবস্থা নিতেই হবে। অন্যান্য বড় শক্তিগুলোকেও সক্রিয় ভূমিকা নিতে হবে। একটা যুদ্ধবিরতি হওয়া এবং দুই পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা জরুরি।