হামাসের সামরিক শাখার প্রধান দেইফ নিহত, নিশ্চিত করল ইসরায়েল

| শুক্রবার , ২ আগস্ট, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ ১৩ জুলাইয়ে গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী। বৃহস্পতিবার সেনাবাহিনী বলেছে, আমরা এখন নিশ্চিত করে বলতে পারি যে, মোহম্মদ দেইফকে শেষ করে দেওয়া হয়েছে। গাজার খান ইউনুস নগরীর একটি কম্পাউন্ডে দেইফকে নিশানা করে ১৩ জুলাইয়ে হামলা চালানো হয়। খবর বিডিনিউজের।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গোয়েন্দা তথ্যের পর এটি এখন নিশ্চিত করে বলা যায় যে, ১৩ জুলাইয়ের হামলায় মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন। তবে হামাস এখনও দেইফের মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়নি। আলজাজিরা হামাসের একজন সদস্য ইজ্জাত আল রাশক এর উদ্ধৃতি দিয়ে বলেছে, দেইফ হত্যার বিষয়টি এখনও নিশ্চিত নয়। ইসরায়েলের ভাষ্য, তাদের দেশের দক্ষিণাঞ্চলে গতবছর ৭ অক্টোবরে হামাসের যোদ্ধাদের হামলায় ১২০০ মানুষ নিহত ও ২৫১ জনকে জিম্মি করার ঘটনার পরিকল্পনাকারী ছিলেন দেইফ। ওদিকে, হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া বুধবার ইরান সফরের সময় নিহত হন।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ খামেনির
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যজুড়ে বিক্ষোভে আটক শতাধিক, কিশোর অভিযুক্ত