হামাসের সামরিক প্রধানকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা, নিহত ৭১

| রবিবার , ১৪ জুলাই, ২০২৪ at ৪:৫০ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি ছিটমহল গাজার নির্ধারণ করা মানবিক অঞ্চলে গতকাল শনিবার ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন, জানিয়েছে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল জানিয়েছে, হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলেছে, তাদের নেতাদের লক্ষ্যস্থল করার যে দাবি ইসরায়েল করেছে তা মিথ্যা এবং হামলাটিকে বৈধতা দেওয়াই এর উদ্দেশ্য। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, এ বিমান হামলায় দেইফের পাশপাশি হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার রাফা সালামাকেও লক্ষ্যস্থল করা হয়েছিল। ৭ অক্টোবরের যে হামলা নয় মাস ধরে চলা গাজা যুদ্ধের সূচনা করেছে তার মূল পরিকল্পনাকারীদের মধ্যে এ দু’জনও আছেন বলে দাবি তাদের। খবর বিডিনিউজের।

রয়টার্স জানিয়েছে, দেইফ ইসরায়েলের সাতটি হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছেন, সর্বশেষ চেষ্টাটি হয়েছিল ২০২১ সালে। তিনি কয়েক দশক ধরে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে আছেন। বিভিন্ন আত্মঘাতী হামলায় বহু ইসরায়েলির মৃত্যুর জন্য তাকে দায়ী করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এ হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত ও ২৮৯ জন আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধস্বল্প পরিসরে শাহপরীর দ্বীপ হয়ে সেন্টমার্টিন যাচ্ছে নৌযান
পরবর্তী নিবন্ধবাবার সিন্দুক থেকে এক কোটি ৬৬ লাখ টাকা চুরি করে স্বামীকে দেন মেয়ে