হামাসের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে মালয়েশিয়া

| বৃহস্পতিবার , ৯ নভেম্বর, ২০২৩ at ১০:১৩ পূর্বাহ্ণ

মালয়েশিয়া হামাসের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে কঠোর আচরণ করবে না তার দেশ। মঙ্গলবার পার্লামেন্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মালয়েশিয়ানদের উচিত ফিলিস্তিনিদের সর্বসম্মতভাবে সমর্থন জানানো। খবর বাংলানিউজের।

হামাসের বিদেশি সমর্থকদের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন আইন প্রণেতাদের একটি প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী। গেল সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদে হামাস ও ফিলিস্তিনি ইসলামি জিহাদের বিদেশি সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ভোট হয়। বিরোধী এক আইনপ্রণেতা আনোয়ার ইব্রাহিমের কাছে জানতে চান, এ বিষয়ে মালয়েশিয়ার অবস্থান কী? আনোয়ার ইব্রাহিম বলেন, আমি এ ধরনের কোনো হুমকি মেনে নেব না, এটিসহ। এ পদক্ষেপ একতরফা এবং অবৈধ। কারণ জাতিসংঘের সদস্য হিসেবে আমরা শুধু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তগুলোকেই স্বীকৃতি দিই।

পূর্ববর্তী নিবন্ধপরিবারের ৪২ সদস্যের সঙ্গে নিহত ফিলিস্তিনি সাংবাদিক
পরবর্তী নিবন্ধজেলা শহর দখলে নিয়েছে মিয়ানমারের বিদ্রোহীরা