হামাসের সঙ্গে যোগ দিতে প্রস্তুত হিজবুল্লাহ

| শনিবার , ১৪ অক্টোবর, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

ইসরায়েলের উত্তরের লেবানন সীমান্তে উত্তেজনার মধ্যেই লেবানিজ গেরিলা গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যোগ দিতে প্রস্তুত বলে জানিয়েছে। এতে চলমান হামাসইসরায়েল যুদ্ধ নতুন দিকে মোড় নেওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিবিসি জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গতকাল শুক্রবার লেবানন সফর করে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর সঙ্গে দেখা করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান যুদ্ধাপরাধধের পাল্টা জবাব প্রতিরোধের অক্ষ থেকে নিঃসন্দেহে একযোগেই দেওয়া হবে। হিজবুল্লাহ সংঘাতে জড়িয়ে গেলে এবং ফিলিস্তিনি মিত্রদের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে বসলে চলমান গাজাইসরায়েল লড়াইয়ের গন্ডি পেরিয়ে নতুন দিকে ছড়িয়ে পড়ার বাস্তব হুমকি আছে। এই হুমকির মধ্যেই হিজবুল্লাহর উপ নেতা বৈরুতের শরতলীতে এক সমাবেশে বলেছেন, তার দল ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের সঙ্গে যোগ দিতে পুরোপুরি প্রস্তুত। সময় হলেই তারা যুদ্ধে নেমে পড়বে। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে ঢুকে নজিরবিহীন প্রাণঘাতী হামলা চালানোর পর লেবানন সীমান্তে ইসরায়েলের সঙ্গে সহিংসতা হয়। হিজবুল্লাহ ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস উভয়েই গত মঙ্গলবার লেবাবন থেকে ইসরায়েলে হামলা চালানোর দাবি করেছে। এ দিন হিজবুল্লাহ ইসরায়েলি একটি ট্যাংকে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়, পরে তারা সেটির ধ্বংস হয়ে যাওয়ার ভিডিও পোস্ট করে। আর হামাস জানায়, তারা লেবানন থেকে ইসরায়েলের ভেতর এক পশলা রকেট ছুড়েছে। হামাসের মতো হিজবুল্লাহকেও সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো। লেবাননে সামরিক এবং রাজনৈতিকভাবেও গোষ্ঠীটি প্রভাবশালী এবং ইরানের সঙ্গেও হিজবুল্লাহর ঘনিষ্ঠতা আছে।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সে ছুরি হামলায় নিহত শিক্ষক
পরবর্তী নিবন্ধইসরায়েলের তথ্যমন্ত্রীর পদত্যাগ