হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করল ইরান

| বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ at ৬:৪৬ পূর্বাহ্ণ

ইসরায়েল যদি ইরানের কোনো অবকাঠামোতে আঘাত হানে তাহলে আরও শক্তিশালী পাল্টা আঘাত হানা হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গত সপ্তাহে ইরান প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলে আক্রমণ চালিয়েছে। ইসরায়েল হামলার প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছে। মঙ্গলবার টেলিভিশনে সমপ্রচারিত এক ভাষণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমরা ওই জায়নবাদী সরকারকে (ইসরায়েল) ইসলামিক প্রজাতন্ত্রের (ইরান) স্থিরসংকল্পের পরীক্ষা না নেওয়ার পরামর্শ দিচ্ছি। খবর বিডিনিউজের। তিনি বলেন, জায়নবাদী দেশটির (ইসরায়েল) ভেতরের কোন ধরনের লক্ষ্যস্থলগুলো আমাদের আওতার মধ্যে আছে শত্রুরা তা জানে। পাল্টা হামলার প্রস্তুতি নিতে থাকা ইসরায়েল ইরানের তেল অবকাঠামোগুলোতে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই নিয়ে উদ্বেগের মধ্যে রোববার ইরানের তেলমন্ত্রী দেশটির প্রধান রপ্তানি টার্মিনাল খার্গ দ্বীপ পরিদর্শনে যান। সেখানে তিনি ইরানের নৌবাহিনীর এক কমান্ডারের সঙ্গে কথা বলেন বলে রয়টার্স জানিয়েছে। সোমবার নিউ ইয়র্ক টাইমস মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নয় বরং ইসলামিক প্রজাতন্ত্রটির রেভল্যুশনারি গার্ড কোরের সামরিক ঘাঁটি ও গোয়েন্দা স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের অভিবাসীদের মধ্যে অনেক খারাপ জিন আছে : ট্রাম্প
পরবর্তী নিবন্ধগাজা যুদ্ধের এক বছরে ১২৮ সাংবাদিক নিহত, কারাবন্দি ৫৮