হামলার জন্য রুশদি ও তার সমর্থকদেরই দুষল ইরান

| মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

তেহরান সালমান রুশদির উপর হামলার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ থাকার বিষয়টি স্পষ্ট করে অস্বীকার করছে। ইসলামিক রিপাকলিক অব ইরানের দিকে অভিযোগের আঙুল তোলার অধিকার কারো নেই। ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর প্রাণঘাতী হামলার সঙ্গে ইরান কোনোভাবেই জড়িত নয় বলে স্পষ্ট করে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, তেহরান ঘটনার সঙ্গে কোনও ধরনের যোগাযোগ থাকার বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করছে। ইসলামিক রিপাবলিক অব ইরানের দিকে অভিযোগের আঙুল তোলার অধিকার কারও নেই। গত শুক্রবার নিউ ইয়র্কের শাটাকোয়া ইনস্টিটিউটে একটি অনুষ্ঠান চলাকালে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সালমান রুশদি। খবর বিডিনিউজের।
হামলায় জড়িত সন্দেহে হাদি মাতার নামে ২৪ বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়। লেবানিজ বংশোদ্ভূত হাদির পরিবার বহু বছর আগে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্র যায়। সেখানেই হাদির জন্ম এবং বেড়ে ওঠা। হাদির বিরুদ্ধে আদালতে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
রুশদির উপর হামলার পর সোমবারই প্রথম আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিক্রিয়া জানায় ইরান। রুশদির উপর হামলার ঘটনা ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে খুশির খবরের মত করে প্রকাশ করা হয়েছে বলে এর আগে অভিযোগ করেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ইরানের ওই আচরণকে তিনি জঘন্য বলে বর্ণনা করেন।
ইরানের সংবাদমাধ্যমে রুশদির উপর হামলাকে ঈশ্বরের দেয়া শাস্তি বলা হয়েছিল। দেশটির রাষ্ট্রায়ত্ত্ব আরেকটি দৈনিকে হামলার কারণে রুশদি একটি চোখ হারাতে পারেন চিকিৎসকদের এমন আশঙ্কার খবরটি প্রকাশ করতে গিয়ে লেখে শয়তানের একটি চোখ অন্ধ হয়ে যাচ্ছে। ভারতীয় বংশোদ্ভুত লেখক রুশদির উপর ইরানসহ অনেক মুসলমানের ক্ষোভের কারণ তার লেখা উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেস। ১৯৯৮ সালে প্রকাশের পরপরই বইটি ভারতসহ বিশ্বের একাধিক দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ওই সময়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহোল্লাহ খমেনি রুশদির বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে মুসলমানদের তাকে হত্যা করার আহ্বান জানিয়ে ফতোয়া জারি করেছিলেন।
তারপর থেকেই মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে অনেকটা আত্মগোপনে চলে গিয়েছিলেন রুশদি। কিন্তু সমপ্রতি ৭৫ বছরের এই লেখককে আবারও প্রকাশ্যে দেখা যেতে শুরু হয়। তারমধ্যেই তিনি হামলার শিকার হলেন।

পূর্ববর্তী নিবন্ধভারতের লক্ষ্য ২৫ বছরের মধ্যে উন্নত দেশ হওয়া: মোদী
পরবর্তী নিবন্ধএশিয়ার মিত্রদের সর্বাধুনিক অস্ত্রে সাজাতে প্রস্তুত রাশিয়া