হামলাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন

পটিয়ায় আ.লীগ নেতাকে মারধর

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৬ মে, ২০২২ at ৩:৪৩ পূর্বাহ্ণ

পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে খুঁটিতে বেঁধে মারধরের ঘটনায় হামলাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার ইউনিয়ন পরিষদ সম্মুখে হাইদগাঁও ইউনিয়ন আ.লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মাহফুজুল হক হাফেজ, শহিদুল ইসলাম জুলু, রনজিত সেন, আবুল হাসনাত ফয়সাল, মো. ইউসুফ, কামাল সওদাগর, লোকমান হাকিম, আনন্দ দে, টিটু মেম্বার, তাপস কান্তি গুহ, মনির, রানা, নাজিম উদ্দিন, মিজবাহ, আবদুল্লাহ আল মামুন প্রমুখ। সমাবেশে বক্তারা হামলাকারী ইউপি চেয়ারম্যান বিএম জসিম, সাবেক ইউপি সদস্য ইন্দ্রজিত লিওসহ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান । উল্লেখ্য, গত ২৯ এপ্রিল পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিলে আধিপত্য নিয়ে জিতেন কান্তি গুহকে খুঁটিতে বেঁধে মারধরের ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধজামিনে মুক্ত হয়ে মোটরশোভাযাত্রা বাদীকে হুমকি
পরবর্তী নিবন্ধগাছবাড়িয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হবে