হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় আওয়ামী লীগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনের উপনির্বাচনের দলীয় আওয়ামীলীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর লালখাঁন বাজারস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধ মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় হামলায় জড়িতদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা ও নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মীবাহিনী পদযাত্রার নামে আমাদের দলীয় প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে হত্যা করার লক্ষ্যে এই পরিকল্পিত হামলা চালিয়েছে। তিনি আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীদের ধৈর্য্য ধারণের আহ্বান জানান এবং ৩০ জুলাইয়ের নির্বাচনে জয়লাভের মাধ্যমে হামলার সুমচিত জবাব দেওয়া হবে বলেও জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা আলহাজ্ব শফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, সম্পাদক মন্ডলীর সদস্য এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দর ধর, মসিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মোঃ হোসেন, নির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, নজরুল ইসলাম বাহাদুর, সাইফুদ্দিন খালেদ বাহার প্রমুখ।

আ’লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল: চট্টগ্রাম১০ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে বিএনপির পদযাত্রার নামে হামলার ও নাশকতার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনার পরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে নাসিমন ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘বিএনপি তথাকথিত গণতন্ত্র ও এক দফা দাবির নামে গত কয়েকদিন ধরে সারা দেশে নাশকতা সৃষ্টি করছে। তাদের হামলা থেকে বাদ যায়নি চট্টগ্রাম ১০ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ও। এখানে তারা ব্যাপক ভাংচুর চালিয়েছে। এ হলো বিএনপির গণতন্ত্র ও নির্বাচনের নমুনা।’

এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল আলম চৌধুরী, গাজী জাফর উল্লাহ, নগর যুবলীগের সহসভাপতি নুরুল আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম চৌধুরী নোবেল, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, তোসাদ্দেক নূর চৌধুরী তপু, শ্রমিকলীগ নেতা আবুল হোসেন আবু, নগর যুবলীগ নেতা নুরুল আজিম রনি, ফরহাদুল ইসলাম রিন্টু, হোসেন আহমেদ রুবেল, রাহুল দাশ, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, মিজানুর রহমান মিজান, মোশরাফুল হক পাভেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতির মাহমুদুল করিম, মহসিন কলেজ ছাত্রলীগের আনোয়ার হোসেন পলাশ, মায়মুন উদ্দীন মামুন, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সাইমুন, আব্দুল্লাহ আল সাইমুন, হাসমত খান আতিফ, এম ইউ সোহেল, সাফায়েত হোসেন রাজু, তৌহিদুল করিম ঈমন, ইয়াসির আরাফাত রিকু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকোনো ধরনের উস্কানি ছাড়াই আমাদের কার্যালয় ভাঙচুর করেছে : বিএনপি
পরবর্তী নিবন্ধচাপ আছে, তবে দেশের অর্থনীতি গতিশীল : প্রধানমন্ত্রী