হামজার পর এবার সামিত সোমকে ঘিরে আশার আলো দেশের ফুটবলে

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

হামজা চৌধুরীর অভিষেকের পর এবার আরেকজন প্রবাসী ফুটবলারকে নিয়ে সুখবর পেল বাংলাদেশ। কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহী হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সামিত ও বাফুফের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত যোগাযোগ হচ্ছিল। সেই আলোচনা থেকেই গতকাল শুক্রবার দুপুরে সামিত বাফুফের সহসভাপতি ফাহাদ করিমকে মেসেজ করে জানান, তিনি ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন এবং বিস্তারিত আলোচনা করতে চান। ফাহাদ করিম বলেন দুপুরে সামিত জানায় সে সিদ্ধান্ত নিয়েছে। এখন কানাডায় গভীর রাত। তাই বাংলাদেশ সময় রাতের দিকে তার সঙ্গে বিস্তারিত কথা হবে। আগেই জানা গিয়েছিল, এপ্রিলের মাঝামাঝি সময়ে সিদ্ধান্ত জানাবেন সামিত। কিন্তু নির্ধারিত সময়ের আগেই এই ইতিবাচক খবর দিয়েছেন তিনি। বাফুফে সহসভাপতি আশাবাদী, সামিতকে শিগগিরই বাংলাদেশের জার্সিতে মাঠে দেখা যাবে। সামিত সোমের জন্ম কানাডায় হলেও তার বাবামা বাংলাদেশি। সে কারণে বাংলাদেশ দলের হয়ে খেলার যোগ্যতা রাখেন তিনি। তবে তার জন্য কিছু আনুষ্ঠানিক ধাপ পেরোতে হবে প্রথমেই করতে হবে বাংলাদেশি পাসপোর্ট। তার আগে বাবারমায়ের নাগরিকত্ব সংক্রান্ত কাগজ হালনাগাদ করতে হবে। এরপর প্রয়োজন কানাডিয়ান ফুটবল ফেডারেশনের অনাপত্তিপত্র (এনওসি)। তারপর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করতে হবে। সব প্রক্রিয়া ঠিকঠাক শেষ হলে তবেই সামিত বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন।

বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ১০ জুন। এএফসি পোর্টালের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে খেলোয়াড় নিবন্ধন শেষ করতে হয়। তাই সময়টা কিছুটা চ্যালেঞ্জিং। তবে সামিত যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, তাই আশার জায়গাটা বড়। সামিত সোম কানাডার জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। একসময় খেলেছেন মেজর সকার লিগ (এমএলএস)-এ। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগে। সবকিছু ঠিকঠাক এগোলে, বাংলাদেশের ফুটবলে আরেকজন প্রতিভাবান প্রবাসী যোগ হতে যাচ্ছেন। যার অভিজ্ঞতা দেশের ফুটবলে বড় একটা পরিবর্তন আনতে পারে।

পূর্ববর্তী নিবন্ধপিএসএল শুরুর আগেই খেলোয়াড়দের হোটেলে আগুন
পরবর্তী নিবন্ধঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান-আবাহনী হাইভোল্টেজ লড়াই আজ