নগরীর দক্ষিণ মধ্য হালিশহর ৩৭ ও ৩৮ নং ওয়ার্ডের শেষপ্রান্তে অবস্থিত ঐতিহ্যবাহী হামজার দিঘি প্রকাশ (ধোপার দিঘি)র পশ্চিমে সুন্দর পাড়া বিল্লাপাড়া চান্দার পাড়া পূর্বে আদর্শ পাড়া পশ্চিম ও দক্ষিণে দিঘির পাড় জামে মসজিদ সংলগ্ন এই এলাকাটিতে নেই ওয়াসার পানির সংযোগ স্থানীয় এবং বিভিন্ন জেলা থেকে আগত শ্রমজীবীসহ হাজার হাজার মানুষের বসবাস এই এলাকায় অধিকাংশ পরিবারে পানি পান করার জন্য পানি ক্রয় করতে হয় অতি ঘন ঘন সাবমারসিবল পাম্প ব্যবহারে নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য যে পানির প্রয়োজন সেটিও ঠিকমতো পাওয়া যায় না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো জায়গায় পানি পাওয়া গেলেও তা ব্যবহারের উপযোগী নয়। বিশুদ্ধ পানির অভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু। ব্যাহত হচ্ছে সংসারের নিত্যদিনের কাজ নগরবাসীর সেবা প্রদানের লক্ষ্যে অত্র এলাকাটিতে ওয়াসার সুপেয় পানির লাইন স্থাপনের জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
মোহাম্মদ পারভেজ কাইছার
বন্দর চট্টগ্রাম।