হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় ৮৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও মিলনমেলা

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১১:৫২ পূর্বাহ্ণ

পটিয়ার হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ ১৯৮৭ ব্যাচের পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলা গত শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা পরিষদের সভাপতি মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং পরিষদের প্রধান সমন্বয়ক মো. হাসানুর জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সম্পাদক সত্যজিৎ মজুমদার মানু। প্রধান অতিথি ছিলেন পুলিশের সাবেক ডিআইজি পি আর বডুয়া। প্রধান আলোচক ছিলেন চবি ফিন্যান্স বিভাগের অধ্যাপক সালেহ জহুর। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী। বক্তব্য রাখেন ব্যাংকার মা. জাহাঙ্গীর আলম, মো. নাজিম উদ্দিন, মো. জামশেদুল আলম, মহি উদ্দিন খান, আহমদ কবির বাবুল, এস এম দিদারুল হক, লিটন কান্তি বড়ুয়া, মো. ইসমাইল, আবদুল ওহাব মুন্সি, দিদারুল ইসলাম বাদল, আবদুল্লাহ্‌ খান, ইলিয়াস খান, আইয়ুব খান, মিনাল রায়, সুনীল ধর, আশীষ পাল, রেজা মুহাম্মদ জামশেদ, অজিত কুমার নাথ, স্বপন মহাজন, গৌরাঙ্গ দেব, মো. ইসহাক, দিদারুল আলম, মুহাম্মদ সেলিম, অসিত বড়ুয়া, প্রবীণ সেন, রতন বড়ুয়া, বিশ্বজিৎ মজুমদার প্রমুখ। শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ধানের শীষের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন
পরবর্তী নিবন্ধছালেহ জহুর ওয়াজেদী (রহ.) আদর্শ অনুসরণের মাধ্যমে জাতির কল্যাণ সম্ভব