পটিয়ার হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের (১৯৮৭ ব্যাচ) উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান আজ ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক মুহাম্মদ সালেহ জহুর। বিশেষ অতিথি থাকবেন সাবেক পুলিশের ডিআইজি পি. আর. বড়ুয়া, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি–১–এর সাবেক সভাপতি মো. ইসহাক চৌধুরী, চট্টগ্রাম রয়েল হাসপাতালের পরিচালক ডা. পঞ্চানন চক্রবর্তী ও প্রধান শিক্ষক মুহাম্মদ ওমর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনডিসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দিন। অনুষ্ঠানমালায় রয়েছে আলোচনা সভা, স্মৃতিচারণ, বন্ধুদের আড্ডা, ভোজন, আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা, পারিবারিক মিলনমেলা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সত্যজিত মজুমদার মানু বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।










