পটিয়ার হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত ২১ জুলাই বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, কলামিস্ট মুহাম্মদ মুসা খান। বিশেষ অতিথি ছিলেন হুলাইন সালেহ নূর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ তৈয়বুর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য তিলেকশ্বর বিশ্বাস।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক সমীর কান্তি বড়ুয়া, সিনিয়র শিক্ষক মোহাম্মদ সেলিম, তপন দত্ত ও মুহাম্মদ মুবাশশারুল মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ কমর উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে কলামিস্ট মুসা খান–শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমিয়ে দৈনিক কমপক্ষে ৬/৭ ঘণ্টা পড়াশোনা করার পরামর্শ দেন। তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের বিদ্যালয়ের দাতা সদস্য অমিতাভ দত্তের পক্ষ থেকে ক্রেস্ট ও প্রাইজবন্ড প্রদান করা হয়। সংবর্ধনা সভায় বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।