হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ

| মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

পটিয়ার হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান২০২৩ গতকাল সোমবার বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. ইউনুচ খান জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য বাবু অমিতাভ দত্ত। ক্রীড়া প্রতিযোগিতায় শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল তিনটি হাউজে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর আলী, সহকারী প্রধান শিক্ষক বাবু সমীর কান্তি বড়ুয়া, অভিভাবক সদস্য খুরশিদা বেগম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ সেলিম, তপন দত্ত, মোহাম্মদ কমর উদ্দীন, পান্না নাথ, কনিকা শীল, আব্দুল মালেক, মুহাম্মদ মুবাশ্‌শারুল মাহমুদ, মো. জাহিদ হাসান, পূর্ব হুলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা সুলতানা ও অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

একজন শিক্ষার্থীর জীবনে নৈতিক শিক্ষার প্রভাব খুবই সহায়ক ভূমিকা পালন করে জানিয়ে বক্তারা বলেন, এ প্রজন্মের শিক্ষার্থীরা যাতে বিপথগামী না হয়, ভালো আর মন্দের মধ্যে পার্থক্য বুঝতে পারে, তারা যেন আগামী দিনের সুনাগরিক হিসেবে তৈরি হতে পারে সেজন্য নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে পথপ্রদর্শক হিসেবে শিক্ষকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশওকত হাফিজ খান রুশ্নির মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধপটিয়ায় চিকিৎসা সহায়তার চেক পেলেন ৩০ অসুস্থ রোগী