হাবিবের গানে এবার ন্যান্সির মেয়ে

| রবিবার , ৬ জুন, ২০২১ at ৭:১৭ পূর্বাহ্ণ

দেশের একজন নামকরা গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। ১৫ বছর আগে তার হাত ধরেই মিউজিক ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছিল জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সির। সেই ন্যান্সি গত এক যুগেরও বেশি সময় ধরে দেশের অডিও অঙ্গনের অপরিহার্য মুখ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকাকে যিনি দীক্ষা দিয়েছিলেন, সেই হাবিব ওয়াহিদের সুরকার ও সংগীতে এবার যুক্ত হলেন ন্যান্সির মেয়ে রোদেলা। তার জন্য বাধাহীন আমার মনের এই গল্প শিরোনামের গানটি লিখেছেন মারুশা। সেটির সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ। হাবিবের সঙ্গে তোলা একটি ছবিসহ এই খুশির খবর নিজের ফেসবুক পেজে জানালেন রোদেলা নিজেই। শুক্রবার রাজধানীর গ্রিন রোডে অবস্থিত হাবিবের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। খুব শিগগিরই গানটি রিলিজ হবে হাবিবের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এইচডব্লিউ প্রডাকশনে। তারকা মা ন্যান্সির সঙ্গে একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও কাভার সং-এর সুবাদে বছর খানেক ধরে রোদেলা সংগীতাঙ্গনের পরিচিত মুখ। কিছুদিন আগে প্রকাশ হয়েছে তার প্রথম মৌলিক গান ‘আমি উড়ে যেতে যাই’। প্রসঙ্গত, ২০০৬ সালে রিয়াজ ও পূর্ণিমা জুটির অভিনীত ‘হৃদয়ের কথা’ সিনেমার জন্য হাবিবের সঙ্গে প্রথমবার কাজ করেন ন্যান্সি। তবে ব্যাপক পরিচিতি আসে ২০০৮ সালে রিয়াজ-পূর্ণিমা জুটির আরেক ছবি ‘আকাশছোঁয়া ভালোবাসা’র গান থেকে। এরপর হাবিব ও ন্যান্সি তিন ডজনের মতো দ্বৈতগান উপহার দিয়েছেন, যার প্রায় সবকটিই ভীষণ জনপ্রিয়। তাদের সর্বশেষ মুক্তি পাওয়া গান গত মাসের ‘বন্ধু রে’। একক গানেও ন্যান্সি পেয়েছেন সমাদর। নিয়মিত বিরতিতে প্রকাশ করছেন নতুন নতুন গান।

পূর্ববর্তী নিবন্ধস্মার্টফোনে তৈরি চলচ্চিত্র চায় চিত্রভাষা
পরবর্তী নিবন্ধঅভিনয়ে ফিরলেন চাঁদনী