বৈষম্যহীন সমাজ বিনির্মাণ,ইসলামিক তামাদ্দুনিক প্রসার ও প্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারে আল্লামা হাফেজ শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) মূর্ত প্রতীক ছিলেন। আল্লামা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) প্রতিষ্ঠিত বেতাগী আনজুমানে রহমানিয়ার আয়োজনে ২৯ জানুয়ারি দরবারে বেতাগী আস্তানা শরীফে রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানার সৈয়দুল আযম আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান মহাজেরে মক্কীর (রহঃ) বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলবেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার বার্ষিক সভা এবং বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৯ তম বার্ষিক সম্মেলনে এ কথা গুলো বলেন বক্তারা।
দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ এর সভাপতিত্বে মাহফিলে দিনব্যাপী কার্যক্রমের মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে তাহলীল শরীফ, খতমে ইউনুছ, খতমে সূরা ইখলাস, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ ও হুজুর কেবলার জীবনী আলোচনা, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ। মাহফিলে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়া’ত এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা শাহ নুর মুহাম্মদ আল কাদেরী, রাঙ্গুনীয়া সরকারী কলেজের অধ্যাপক ড. মাওলানা আবদুল মাবুদ, অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, এডভোকেট এম ইকবাল হাসান, মাওলানা মুখতার আহমদ রজবী, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আবিদী। মাহফিল সঞ্চালনা করেন মাওলানা আরিফুর রহমান রাশেদ। মিলাদ কিয়াম পরিচালনা করেন শাহজাদা মাওলানা আহমদ উল্লাহ জিয়াউর রহমান আবুশাহ। ধন্যবাদ বক্তব্য রাখেন বেতাগী আনজুমানে রহমানিয়ার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেঠান শাহ। মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা আমিনুল হক আলকাদেরী, দোস্ত মোহাম্মদ কবির, শাহজাদা মোহাম্মদ হাসান, শাহজাদা মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান, শাহজাদা ফকরে শামসুল আরেফীন, শাহজাদা শাহ আহসান উল্লাহ শাহচান্দঁ, শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ (মাওলানা), মুফিজুল ইসলাম সিকদার, এডভোকেট সৈয়দ রেজাউল করিম বাবর, শাহজাদা সৈয়দ মুহাম্মদ সরওয়ার আযম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ জসিম, মোহাম্মদ শামীম, মোহাম্মদ আলমশাহ, মোহাম্মদ হাশেম কন্ট্রাকটর, বখতিয়ার সওদাগর, ডাঃ মোহাম্মদ ইউছুফ, নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হারুন, দেলওয়ার হোসাইন সাইফু, মাওলানা হাবিবুর রহমান ফারুক, মাওলানা হারুনুর রশীদ আলকাদেরী, মাওলানা মোরশেদুল আলম মাইজভান্ডারী, মাওলানা হাফেজ আবদুল হাই, এনামুল হক সিদ্দীকি, মাওলানা মহিউদ্দিন আহমেদ রেজা খান, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












