নগরীর পতেঙ্গা মাইজপাড়া হযরত মঈনুল কবির হাফেজ জান আলী শাহ আদর্শ মাদরাসায় বার্ষিক সালানা জলসা ও হাফেজদের দস্তারবন্দি অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও এস এম সাজ্জাদ আলম মুন্নার পরিচালনায় এতে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া হাদী মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন আওলাদে রাসূল (দ.) আল্লামা শাহসুফী সৈয়দ তানবীর হাদী মাইজভান্ডারী। এতে তকরির পেশ করেন লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ মুনিরুল হাছান, মাওলানা মঈনুদ্দিন হায়দার, জসিম কাদেরী, হাফেজ মাওলানা নেজাম উদ্দিন, মাওলানা মঈনুল হক রাব্বানী, মাওলানা মাহবুবুল আল কাদেরী, মাওলানা ক্বারী সাইফুল আলম আল কাদেরী, মো. মহিউদ্দিন মাইজভান্ডারী, আমজাদ খান, আজিম আলী, জসিম, ডা. মো. সুলতান, রাহাত, দিদার, আরিফ, এস এম হাসান, মো. সোহেল, হাসান, মো. ফোরকান, মো. হারুন, মাওলানা ফরহাদ আলম কাদেরী, খাজা শরফুদ্দিন মাইজভাণ্ডারী, ইলিয়াছ বাবুর্চি প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন, প্রত্যেক জনপদে এমন শিক্ষাপ্রতিষ্ঠান থাকা জরুরি যেখান থেকে দ্বীনের প্রতিটি বিষয়ে ব্যুৎপত্তি অর্জন করবে। ইসলামের প্রকৃত শিক্ষাকে পরিপূর্ণরূপে সংরক্ষণ করে দ্বীনের বিশেষজ্ঞ তৈরী করবে। যারা ইসলামের অপব্যাখ্যা ও বিভিন্ন বাতিল মতবাদের স্বরূপ উন্মোচন করে সঠিক ইসলামী শিক্ষা ও ইসলামী চিন্তাধারা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিবে। প্রেস বিজ্ঞপ্তি।