হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাঁশখালী উপজেলা শাখা সভাপতি হাফেজ মাওলানা আবদুল্লাহ্ (৪৯) গত শনিবার দিবাগত রাতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ….রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। হাফেজ আব্দুল্লাহ্ বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মিনজিরিতলা এলাকার মরহুম মাওলানা হাফেজ আহমদের পুত্র। তিনি চট্টগ্রামস্থ সেগুনবাগান মাদরাসার সাবেক শিক্ষক, জলদী মিয়ার বাজার নুরুল কোরআন হেফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং ভাদালিয়া দারুল উলুম হামিউছসুন্নাহ মাদরাসার হেফজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। গত রোববার বিকেল ৩ টায় নামাজে জানানজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।