আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায়, গাউসিয়া কমিটি বাংলাদেশেন সহযোগিতায়, আনজুমান রিসার্চ সেন্টারের তত্ত্বাবধানে গাউসিয়া ক্বিরায়াত প্রশিক্ষণ ২০২৫ সমাপনী ও সনদ প্রধান অনুষ্ঠান ষোলশহরস্থ আলমগীর খানকাহ শরীফে গতকাল আনজুমান রিসার্চ সেন্টারের মহা পরিচালক লিখক ও গবেষক আল্লামা আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান অতিথি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, পবিত্র কুরআনের হেফাজত স্বয়ং আল্লাহ তায়ালা করেন, হাফেজে কুরআন গণ আল্লাহ কুরআনকে বুকে ধারণ করে আল্লাহর অনুগ্রহ ও নৈকট্য লাভের ধন্য হউন। বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্ট সদস্য মোহাম্মদ শাহজাদ ইবনে দিদার, আনজুমান রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা আবুল হোসেন, ক্বারী মাওলানা নুর মোহাম্মদ প্রমুখ। কেন্দ্রীয় দাওয়াতে খায়র মুয়াল্লিম ও দপ্তর সচিব মাওলানা ইমরান হোসেন আলকাদেরীর পরিচালনায় ও সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিগণ উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।