হানিফ বাস কাউন্টারকে ১ লাখ টাকা জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ১০:১২ পূর্বাহ্ণ

অতিরিক্ত ভাড়া আদায় করায় নগরে দুটি বাস কাউন্টারকে ১ লাখ ১০ হাজার টাকা ও পচা ডিম বিক্রির জন্য সংরক্ষণ করায় দুইজন ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির চট্টগ্রাম বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে গতকাল বুধবার পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান দৈনিক আজাদীকে বলেন, কদমতলী এলাকার হানিফ এন্টারপ্রাইজের একটি বাস কাউন্টারকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি মূল্যে ঈদ যাত্রার অগ্রিম টিকেট বিক্রয় ও টিকেটের মূল্য তালিকা না থাকার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকার শ্যামলী পরিবহনের একটি কাউন্টারকে টিকেটের মূল্য তালিকা না থাকার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পাহাড়তলী এলাকার দুইজন ডিম ব্যবসায়ীকে পঁচা ডিম বেকারিতে বিক্রয়ের জন্য সংরক্ষণের দায়ে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধতথ্য গোপন রেখে দুই ধর্মের নারীকে বিয়ে, স্বামীর তিন বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধঈদে টানা ৯ দিন ছুটির আশা ভঙ্গ!