হানিফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

| বুধবার , ২২ জুন, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির রোগমুক্তি কামনায় চট্টগ্রাম আওয়ামী পরিবারের উদ্যোগে চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে গতকাল দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এহসানুল হায়দার চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মন্‌জুরুল আলম মন্‌জু, ইউনুচ গনি চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরীসহ জেলা ও উপজেলার যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্ধ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআধুনিক শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা বিশ্বে দেশের মুখ উজ্জ্বল করবে
পরবর্তী নিবন্ধপি কে হালদার আরও ১৪ দিনের জেল হেফাজতে