হাদীর স্বপ্ন বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে

মহেশখালী জামায়াতের সভায় মুহাম্মদ শাহজাহান

| বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন ইসলামপ্রিয়, দেশপ্রেমিক ও জাতীয় স্বার্থরক্ষায় আপসহীন এক সাহসী মানুষ। ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি আজীবন অন্যায় ও জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। হাদীর স্বপ্ন বাস্তবায়নে সকল ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’এর পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।

গতকাল মঙ্গলবার পৌরসভাস্থ অহনা কনভেনশন হলে মহেশখালী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জামায়াতে ইসলামী দক্ষিণ শাখার আমির মাস্টার শামীম ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ আব্দু রহিমের সঞ্চালনায় আলোচনা বিশেষ অতিথি ছিলেন জাকের হোসাইন, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি মীর মুহাম্মদ আবু তালহা, উপজেলা নায়েবে আমির মাস্টার আজিজুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি আকতার হোসাইন প্রমুখ। বক্তব্য দেন, মাওলানা সিরাজুল হক, মাস্টার আক্তার কামাল, পৌরসভা সভাপতি মোতাহের হোসেন, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল মালেক আযাদ, মুহাম্মদ জালাল উদ্দীন, আবুল হোসাইন, মুহাম্মদ সোহেল, ডা. ওসমান সরওয়ার, অ্যাডভোকেট রেজাউল করিম, মাস্টার আব্দুল মাজেদ, জাহাঙ্গীর আলম, ডা. পরিমল কান্তি শীল, রাজীব কান্তি দে, কাজল কান্তি দে, সরল দে, সন্তোষ দে প্রমুখ।

আলোচনা শেষে হাদীসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহায়েনা ভয়ংকর এক প্রাণী
পরবর্তী নিবন্ধআইনের শাসন ফিরাতে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে