হাদীপাড়ায় ঈদে আজম ও সালাতু সালাম মাহফিল

| রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ১০:৪৩ পূর্বাহ্ণ

প্রাণাধিক প্রিয়নবীর (সা.) শুভাগমনের দিন ঈদে আজম উদযাপন উপলক্ষে গত ৫ অক্টোবর হাদীপাড়া ঈদে আজম উদযাপন পরিষদের উদ্যোগে এক সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমামে আহলে সুন্নাত, ওলীয়ে রাব্বানী হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। প্রধান বক্তা ছিলেন রাহবারে দ্বীন ও মিল্লাত আল্লামা মুফতি রেজাউল কাওসার। আরও উপস্থিত ছিলেন সোহেল মোহাম্মদ ইসলাম, শহীদ্দুজ্জামান, আল্লামা শেখ নঈম উদ্দিন, শাহরিয়ার রাশেদ, এস এম সানাউল্লাহ, সুলতান মাহমুদ, সিরাজুল ইসলাম, কামরুল আলম নকীব, হানিফ সরদার, নাফিস মোবারক, হাফেজ জামশেদ, সাইফুল ইসলাম প্রমুখ।

প্রধান মেহমান বলেন, দয়াময় স্রষ্টার মহান রাসুল ই সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুল ই সমগ্র মানবমন্ডলীর জন্য সকল জ্ঞানবিজ্ঞান, সকল গুণ, সকল কল্যাণের উৎস। মহান রাসুলই জীবনের জ্ঞান ও মানবতার প্রাণ, সত্য ও মানবতার মহান রাসুলের দিশা ব্যতীত স্রষ্টার বন্ধন যেমন হয় না, তেমনি মহান রাসুলের দিশা ব্যতীত মানবিক অস্তিত্ব মানবজীবন, জীবনের রাষ্ট্র ও জীবনের দুনিয়াও হয় না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী শিল্পকলা একাডেমির মতবিনিময়
পরবর্তী নিবন্ধজাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম শাখার সেলাই মেশিন বিতরণ