হাদীকে গুলিবর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে

চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিবৃতি

| রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১১:২৭ পূর্বাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। ফোরামের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন, সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম গতকাল শনিবার এক বিবৃতিতে বলেন, চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর সংঘটিত বর্বরোচিত গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। এর পেছনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের কোনো চক্রান্ত আছে কি না তা খতিয়ে দেখার দাবি রাখে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ বলেন, এই হামলা শুধু ওসমান হাদীর ওপর নয়, বরং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সাংবিধানিক অধিকারের ওপরও চরম আঘাত। দিনের আলোয় একজন রাজনৈতিক কর্মীর ওপর গুলিবর্ষণের ঘটনা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দেয়। এমন অবস্থায় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে, এই হামলার পেছনের মূল পরিকল্পনাকারী এবং সরাসরি জড়িত অপরাধীদের অতি দ্রুত চিহ্নিত করে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক। হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি কেন্দ্রে ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা
পরবর্তী নিবন্ধউপলব্ধি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন