হাদি হত্যা মামলায় দুই আসামির আদালতে স্বীকারোক্তি

শুটার ফয়সালের ১৭ সিম

| শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের দুই সহযোগী সঞ্জয় চিসিম ও মো. ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করেন।

এদিন তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। খবর বাংলানিউজের।

শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লাবাড়ির সামনে তরুয়ার বিলের পানি থেকে উদ্ধার করে র‌্যাব। এ সময় ফয়সালকে আটক করা হয়। ফয়সাল প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদের শ্যালকের বন্ধু। অপরদিকে ফয়সাল করিমকে পালাতে সহায়তার অভিযোগে গত ১৭ ডিসেম্বর ময়মনসিংহের হালুরঘাট ও ধোবাউরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুটার ফয়সালের ১৭ সিম : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। গতকাল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালযয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আমদানি শুল্ক হ্রাস এবং স্টক লট বৈধকরাসহ মোবাইল ফোন ব্যবসায়ীদের সব দাবি মেনে নেওয়ার কথাও জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবেশী দুই দেশের সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে
পরবর্তী নিবন্ধজয়শঙ্করের সফরে রাজনীতি খোঁজা ঠিক হবে না : পররাষ্ট্র উপদেষ্টা